চুরি হওয়ার ৩ ঘণ্টার মাথায় খালার কাছ থেকে শিশু উদ্ধার

|

সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি যাওয়ার ৩ ঘণ্টা পর শিশুটিকে আপন খালার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, সকাল ৯টার দিকে সময় শিশুটি চুরি হয়েছিল এমন অভিযোগ করেন তার বাবা।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের কদমপাল গ্রামের সুলতানের আড়াই মাসের কন্যা শিশু ছোঁয়া মনি চুরি হয়েছে এমন অভিযোগে পুলিশ সেখানে যায়। পরে পুলিশ জানতে পারে শিশু কন্যাটিকে নিয়ে তার মা ঘরে ঘুমিয়ে ছিল। পাশের ঘরে ঘুমিয়ে ছিল সুলতান ও তার অপর এক কন্যা।

সকালে উঠে বড় বোন তার ছোট বোনকে দেখতে না পেয়ে বাবাকে খরব দেয়। বাবা এসে শিশু ছোঁয়া মনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে শুরু করে না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভদ্রঘাট বাজার থেকে উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, মা, খালা এবং নানাকে আটক করে থানা হেফাজতে রেখেছে। পুলিশ আরও জানায় শিশুটির মা নার্গিসের পরপর তিনটি কন্যা সন্তান হওয়ার জন্য পারিবারিক অশান্তি চলছিল। এই ঘটনায় শিশুটিকে তার মা খালাকে শিশুটি দত্তক দেয়। তবে এই ঘটনা শিশুটির বাবা না জানায় পুলিশে অভিযোগ দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply