আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ইমার্জিং দলের

|

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৫ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণ করা হয়েছিলো ম্যাচ চলাকালীন অবস্থায় আইরিশ খেলোয়াড়ের করোনা পজেটিভ রেজাল্ট আসায়। ফলে সিরিজটি পরিণত হয় চার ম্যাচে। মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ১২৩ রানের ইনিংসের উপর ভর করে ২৬০ রানের সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল।

জবাবে, ব্যাট করতে নেমে ডোহানির ৮১ ও নেইল রকের ৩৫ রানে ২৫৫ রানেই থেমে যায় উলভসের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ১১ রানের প্রয়োজন হলেও মাত্র ৬ রানের বেশি তুলতে পারেনি রেজাউর রহমান রাজা। ফলে ৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আইরিশদের। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়।

এর পরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও এক ম্যাচ খেলেই দেশে ফিরে যাবার কথা রয়েছে আয়ারল্যান্ড উলভসের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply