মোদি বরণের কর্মযজ্ঞ দেখতে গোপালগঞ্জে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা

|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

রোববার এসব কর্মযজ্ঞ দেখতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্থানগুলো পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। এসময় তারা বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরী ভবন, বকুল তলা উন্মুক্ত মঞ্চসহ সমাধি সৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। একইসাথে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

এর আগে গণপূর্ত সচিব ও প্রধান প্রকৌশলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাত করা হয়। আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসব স্থান পরিদর্শনের কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply