করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে হাসপাতালে

|

বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। প্রতিদিন ১০০ জনে ৭ জনের বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়। সপ্তাহে আক্রান্তের হার ৬৭ ভাগ। এতে নতুন করে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকে। নমুনা পরীক্ষায় আবারও দেখা যাচ্ছে লম্বা লাইন। এক সপ্তাহেই হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ’র বেড সংকট। করোনার সাধারণ ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হচ্ছেন দিনে অন্তত ৭ জন। প্রথম দিককার সংক্রমণের সময় অপেক্ষাকৃত বয়স্করা বেশি আক্রান্ত হলেও এবার তরুণদের সংক্রমিত হওয়ার হারও বেশি।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় ফুসফুসের প্রদাহ এবং রক্ত জমাট বাধার প্রবণতা বেশি দেখা যাচ্ছে এবার। রোগীদের জ্বর খুব একটা আসছে না; তবে কাশি এবং শ্বাসকষ্টের প্রবণতা বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply