বিশ্বজুড়ে বেড়েছে করোনার দাপট

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনার দাপট। প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে একদিনে। ৪ লাখ ৩৬ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

ব্রাজিলে একদিনে প্রাণহানি ২ হাজার ৮শ’ ছুঁইছুঁই। ৮৪ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। ১১শ’র মতো মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন সংক্রমণ হয়েছে ৫০ হাজারের বেশি।

মঙ্গলবার ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ শতাধিক। আর রাশিয়ায় সাড়ে চারশ’র মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

এদিকে, পোল্যান্ডে ৩৭২ আর ফ্রান্সে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। কোভিড নাইনটিনে এ নিয়ে মোট প্রাণহানি ২৬ লাখ ৮১ হাজার ৫শ’র ওপর। মোট আক্রান্ত ১২ কোটি ১২ লাখ ১৪ হাজারের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply