চোটে ভুগলেও প্রথম ওয়ানডেতে মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম

|

কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যায়নি তামিম ইকবালকে। তখন উরুর চোটে ভুগছিলেন টাইগারদের ক্যাপ্টেন। এর পর থেকেই গুঞ্জন শুরু হয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন তো? এমন গুঞ্জনের জবাব তামিম নিজেই দিলেন ভার্চুয়াল প্রেস-কনফারেন্সে। তামিম জানান, উরু ও হ্যামেস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুটা সমস্যায় রয়েছি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইনজুরি মুক্ত হবার ব্যপারে বেশ আশাবাদী টাইগার দলপতি তামিম ইকবাল।

এ ব্যপারে তামিম বলেন, সিরিজের প্রথম ম্যাচে আমার খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ অনুশীলন করেছি আশা করছি তেমন কোন সমস্যা হবে না। আজকের মত ফুল রিদমে অনুশীলন করার চেষ্টা করব কালও। সর্বশেষ সমস্যা ছিল হ্যামস্ট্রিং চোটএ। আল্লাহর রহমতে এখন ভালো আছি।

আসছে ২০ মার্চ থেকে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে ডানেডিনে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply