দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেশে উৎপাদন করতে চায় সরকার। এ জন্য দেশের বেসরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে সাভারের জিরাবোতে বেসরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপটার কারখানা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। সরকার সহযোগিতা করলে প্রতিষ্ঠানটি ২ সপ্তাহের মধ্যে উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছে। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের প্রয়োজন আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিষ্ঠানটির উৎপাদন ও মান সংরক্ষণের সক্ষমতাও এক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে। দেশে ভ্যাকসিন উৎপাদনে এরইমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply