মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা উত্তর কোরিয়ার

|

মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো উত্তর কোরিয়া। দেশটির এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার রায়ে ক্ষুব্ধ হয়ে শুক্রবার এ সিদ্ধান্ত জানায় পিয়ংইয়ং।

সম্প্রতি উত্তর কোরিয়ার নাগরিক মুন চলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের নির্দেশ দেয় মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত। ওই ব্যক্তিকে অর্থ পাচারের মামলায় বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র। অভিযোগ, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিঙ্গাপুর থেকে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য পাচার করতো মুন।

ওয়াশিংটনের অনুরোধে ২০১৯ সালে মুনকে গ্রেফতার করে কুয়ালালামপুর। তবে আদালতে প্রত্যর্পণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন মুন। গেলো সপ্তাহে যা খারিজ হয়। প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার সাথে সম্পর্ক ছিন্নের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। বলছে, সাজানো অভিযোগের কারণে চড়া মূল্য দিতে হবে ওয়াশিংটনকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply