মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে: বাইডেন

|

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুতিনকে খুনিও আখ্যা দেন তিনি।

এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট জানান, কোনো ব্যক্তি সম্পর্কে ভালোভাবে না জেনেশুনে নেতিবাচক মন্তব্য করা ঠিক নয়। ভুল বোঝাবুঝি দূর করার জন্য এবং মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের দাঁতভাঙ্গা জবাব দিতে তাকে সরাসরি সংলাপের আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। এরইমধ্যে, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশনা দিয়েছে মস্কো।

পুতিন বলেন, রুশ-মার্কিন সুসম্পর্ক বজায় রাখতে চাই। মার্কিন প্রেসিডেন্টকে বলবো, কাউকে ভালোভাবে না বুঝে নেতিবাচক মন্তব্য করা উচিৎ নয়। ক্ষমতা গ্রহণের পর তার সাথে টেলিফোনে আলাপ হয়েছিলো। সেই সংলাপ এগিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি জো বাইডেনকে। তবে, এবার ভার্চুয়ালি বা ফোনে নয়। বরং খুব শিগগিরই সরাসরি টেলিভিশন আলোচনার আমন্ত্রণ রইলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply