মোদির আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হলে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

|

ফাইল ছবি।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারতকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। তাই তার আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সমুচিত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। এই হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply