বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক স্বাক্ষর

|

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু’দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের মাঝে বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই হয়।

শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই সরকার প্রধান একান্ত বৈঠক করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দুই সরকার প্রধানের বৈঠকের পর শুরু হয় প্রতিনিধি দলের বৈঠক। যাতে নেতৃত্ব দেন দুই সরকার প্রধান।

প্রতিনিধি দলের বৈঠক শেষে যুব উন্নয়ন, কৃষি গবেষণা, কারিগরি দক্ষতা বিনিময়, স্বাস্থ্যকর্মী ও নার্স প্রশিক্ষণ, কৌশলগত উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়’সহ মোট ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply