৬ ঘণ্টায় আলাদা ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের, আহত অন্তত ১২

|

৬ ঘণ্টায় আলাদা ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের

বগুড়া-ঢাকা মহাসড়কে ৬ ঘণ্টায় আলাদা ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। আহত হয়েছে অন্তত ১২ জন। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মহাসড়কের দশমাইল, ছোনকা ও ঘোগা বটতলা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, দশমাইল এলাকায় রাত ২টার দিকে রংপুরগামী নাবিল পরিবহনের সাথে বিপরীতমুখী সৃষ্টি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সৃষ্টি পরিবহনের চালক ও সুপারভাইজার। আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দু’জন।

এছাড়া ভোররাতে মহাড়সকের ঘোগা বটতলা সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের চালক ও তার সহকারী আহত হন।

আপরদিকে শনিবার সকালে ছোনকা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply