চতুর্থ বারের মতো পৃথিবার সবচেয়ে সুখী দেশের তকমা পেলো ফিনল্যান্ড

|

চতুর্থ বারের মতো পৃথিবার সবচেয়ে সুখী দেশের তকমা পেলো ফিনল্যান্ড

টানা চতুর্থ বছরের মতো পৃথিবার সবচেয়ে সুখী দেশের তকমা পেলো ফিনল্যান্ড। করোনা মহামারির মধ্যেও দেশটির মানুষরা নিজেদের সবচেয়ে সুখী বলে দাবি করেছেন জরিপে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়। বিশ্ব সুখ দিবস উপলক্ষে শনিবার এ রিপোর্ট প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে, সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক ও সুইজারল্যান্ড। তালিকায়, প্রথম ১০ দেশের নয়টি-ই ইউরোপের। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯ নম্বরে।

তবে এবারের প্রতিবেদনে বেশি গুরুত্ব পেয়েছে করোনা পরিস্থিতি। ১৪৯ দেশের তালিকায় সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। তলানিতে আছে রুয়ান্ডা, জিম্বাবুয়েও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply