নির্বাচনের আগে আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল

|

নির্বাচনের আগে আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বের অপসারণের দাবিতে এ বিক্ষোভ করেন ইসরায়েলিরা।

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০ হাজার জনতা এবারের সমাবেশে অংশ নিয়েছে। যা গত এক বছরে নেতানিয়াহু বিরোধী সব বিক্ষোভের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। রাস্তায় রাস্তায় পতাকা উড়িয়ে, ড্রাম বাজিয়ে বিক্ষোভকারীরা তার নেতৃত্বের অবসান চান।

আগামী ২৩ মার্চ ইসরায়েলে ২ বছরের মধ্যে দেশের চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র তিন দান আগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ও মহামারি করোনা মোকাবিলার ব্যর্থ এমন অভিযোগে গেলো ৬ মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply