‘২০৫০ সালের মধ্যে শহর ও গ্রামের জনবসতি সমান হবে’

|

‘২০৫০ সালের মধ্যে শহর ও গ্রামের জনবসতি সমান হবে’

২০৫০ সালের মধ্যে শহর ও গ্রামের জনবসতি সমান সমান হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্সস্টিটিউট অফ প্ল্যানার্স। আগামী দিনের নগরায়ন নিয়ে সকালে এক ওয়েবিনারে এ তথ্য জানান মূল প্রবন্ধ উপস্থনাকারী সংগঠনের সভাপতি আকতার মাহমুদ।

বলেন, শহরের সুবিধা গ্রামেও দেয়া হবে সেটা লক্ষ্য রেখে বিশদ পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। মূল প্রবন্ধে আরও বলা হয় দেশের সবগুলো শহরের মধ্যে একমাত্র খুলনা থেকে জনবসতি কমছে। আর সারাদেশের শহরের মধ্যে রাজশাহীর পরিবেশ ও বাসযোগ্যতা স্বাস্থ্যসম্মত।

আলোচকরা বলেন শহরগুলো এখনও পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে না, যেটা উন্নত বাংলাদেশের জন্য বোঝা হবে। নগরায়ন বৃদ্ধির কারণে শহরের পরিবেশ আগামী দিনে চ্যালেঞ্জে পড়তে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply