আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে নির্যাতনের মাত্রা বাড়িয়ে চলেছে সামরিক জান্তা

|

আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করেই নির্যাতনের মাত্রা বাড়িয়েই চলেছে সামরিক জান্তা

বিক্ষোভ দমনে নির্যাতনের মাত্রা বাড়িয়েই চলেছে মিয়ানমারের সামরিক জান্তা। তোয়াক্কা করছে না আন্তর্জাতিক চাপ ও নিন্দা প্রস্তাবের। মিছিল-সমাবেশে গুলির পাশাপাশি বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন করা হচ্ছে।

ইয়াঙ্গুনে এক ব্যক্তিকে গ্রেফতারের সময় নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, ঘর থেকে ধরে নেয়ার পর রাস্তায় চার হাত-পায়ে হামাগুড়ি দিতে বাধ্য করা হচ্ছে ঐ ব্যক্তিকে। অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন সেনারা।

অপর ভিডিওতে দেখা যায়, ইয়াঙ্গুনের আবাসিক এলাকায় নির্বিচারে ব্যক্তিগত গাড়ির ওপর বুলডোজার তুলে দেয়া হচ্ছে।

শনিবার রাস্তায় পার্ক করা অন্তত ৪৮টি প্রাইভেটকার ভাঙচুর করে বুলডোজার দিয়ে। এদিকে গণতন্ত্রে ফেরার দাবিতে ওই এলাকায় কয়েকদিন ধরেই বড় পরিসরে চলছে আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply