তিন মিত্র দেশকে নিয়ে মধ্যপ্রাচ্যে নৌ-মহড়া চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

তিন মিত্র দেশকে নিয়ে মধ্যপ্রাচ্যে নৌ-মহড়া চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

তিন মিত্র দেশকে নিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌ-মহড়া চালানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। রোববার পেন্টাগন জানায়, মার্কিন বাহিনীর সাথে অংশ নেবে বেলজিয়াম, ফ্রান্স ও জাপান।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে উত্তেজনার মধ্যেই এলো মহড়ার ঘোষণা। এরইমাঝে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে নৌ-বহর। আগামী কয়েকদিন আরব সাগর ও ওমান উপসাগরে মহড়া চালাবে তারা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মহড়ায় অংশ নিচ্ছে ফ্রান্সের রণতরী ‘শার্ল দ্য গল’। বেলজিয়ামের রণতরী, জাপানের ডেস্ট্রয়ার ছাড়াও শক্তির জানান দেবে উভচর জাহাজ।

তবে এখনো মার্কিন নেতৃত্বাধীন নৌমহড়ার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমাদের সাথে দেশটির টানোপড়েন চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply