সিরাজগঞ্জে পানিতে ডুবে মৎস্য কর্মকর্তার মৃত্যু

|

সিরাজগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন যমুনা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন বিকেল সাড়ে ৩টার দিকে যমুনা নদীর জেলখানা ঘাট এলাকায় নদীর তীর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আর দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এসে ফারহানা নাজনীনের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply