তুরস্কের মুদ্রা লিরার ১৪ শতাংশ দরপতন

|

১৪ শতাংশ দরপতন ঘটলো তুরস্কের মুদ্রা- লিরার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বরখাস্তের পরই অস্থিতিশীল হয় বাজার।

রোববার হঠাৎ-ই নাজি আবালকে অপসারণের ঘোষণা দেয় সরকার। এ নিয়ে দু’বছরের মধ্যে পদটিতে তৃতীয়বার হলো পরিবর্তন। গেলো নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর মুদ্রাস্ফীতি মোকাবিলায় ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেন সুদের হার। তার অপসারণে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। কেননা গেলো সপ্তাহেই ১৯ শতাংশ ছিলো সুদের হার। যার ফলে অর্থ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন বিদেশি অনেক উদ্যোক্তা।

কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি রোধে চলমান আর্থিক নীতিমালাই মেনে চলা হবে। নতুন গভর্নর হচ্ছেন সাবেক এমপি সাহপ কাভিসোগলু।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply