ছাত্রকে আড়ায় ঝুলিয়ে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে শিশু শিক্ষার্থীকে হাত বেধে মাদ্রাসা ঘরের আড়ায় ঝুলিয়ে শারীরিক নির্যাতন করায় হাফেজ সৈয়দ মো. ওসমান গনি নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

উপজেলার শ্রীফলতলা জে জি আর হাজী আরিফ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. শুকুর শেখকে (১১) রোববার সকালে মাদ্রাসার কক্ষে এই নির্যাতন করা হয়। এ ঘটনায় শিশুর পিতা উপজেলার গাববুনিয়া গ্রামের মো. মনি শেখ রোববার রাতে রামপাল থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষক হাফেজ সৈয়দ মো. ওসমান গনিকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থীর পিতা মো. মনি শেখ জানান, আমার ছেলে মো. শুকুর শেখকে কোরআনে হাফেজ বানাতে গ্রামের বাড়ি গাববুনিয়া থেকে আধা কিলোমিটার দূরত্বের পাশে শ্রীফলতলা জে জি আর হাজী আরিফ হাফেজিয়া মাদ্রাসা ভর্তি করি। সে মাদ্রাসায় থেকেই হেফজ পড়ে।

শনিবার রাতে ছেলেটি বাড়িতে এসে ভোরেই মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পরপরই কেন বলে যাওয়া হয়নি এই অভিযোগে প্রথমে মাদ্রাসা শিক্ষক সৈয়দ মো. ওসমান গনি বেত দিয়ে শারীরিক নির্যাতন করে। পরে হাত বেধে মাদ্রাসার কক্ষের ফ্যানের রডের সাথে ঝুলিয়ে রেখে আবারও শারীরিক নির্যাতন করেন। এতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে।

লোকমুখে খবর জানতে পেরে মাদ্রাসা থেকে ছেলেকে উদ্ধার করে নির্যাতনের প্রতিকার চেয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ সৈয়দ মো. ওসমান গনিকে আসামি করে রোববার রাতে শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় মামলা দায়ের করি। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। আমি এই শিক্ষকের শাস্তি চাই।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন জানান, উপজেলার শ্রীফলতলা জে জি আর হাজী আরিফ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থীর পিতা মো. মনি শেখ তার ছেলেকে মারপিটসহ আড়ায় ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় রোববার রাতে শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। এর পরপরই দ্রুত অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে শিক্ষক হাফেজ সৈয়দ মো. ওসমান গনিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট স্বপন কুমার সরকার আসামিকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply