দেশের কেউ ডিজিটাল যুগে অন্তর্ভুক্তি থেকে বাদ যাবে না: পলক

|

ফাইল ছবি।

বাংলাদেশের ডিজিটাল যুগে অন্তর্ভুক্তি থেকে কেউই বাদ যাবে না। প্রান্তিক মানুষ থেকে শুরু করে নগর পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে যাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘লিভিং নো মাইক্রো মার্চেন্টস বিহাইন্ড ইন দ্যা ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন পলক। তিনি বলেন, দেশের গ্রামেগঞ্জে অপটিক্যাল ফাইবারের সাহায্যে ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে সরকার। যার মাধ্যমে ই-কমার্সের সঙ্গে জড়িতরা লাভবান হচ্ছে।

দেশে ৩৯টি হাইটেক পার্ক তৈরির কাজ চলছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। পলক বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় আনার কাজ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply