মুসলিমরা বৈষম্যের শিকার শ্রীলঙ্কায়, নিন্দা প্রস্তাব জাতিসংঘে

|

মুসলিমরা বৈষম্যের শিকার শ্রীলঙ্কায়, নিন্দা প্রস্তাব জাতিসংঘে

শ্রীলঙ্কায় বৈষম্যের শিকার মুসলিমরা- এ বিষয়ে আজ নিন্দা প্রস্তাব তোলা হবে জাতিসংঘের মানবাধিকার পরিষদে। জেনেভায় মঙ্গলবারের ভোটাভুটিতে অংশ নেবে ৪৭ দেশ।

রায় জানাবে বাংলাদেশও। ভোটকে সামনে রেখে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। বেশ কিছুদিন ধরেই দেশটির মুসলিমরা কোনঠাসা বলে মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে লঙ্কান সরকার। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই শ্রীলঙ্কায় প্রকট হয়ে ওঠে বৈষম্য। বিশেষ করে কোভিড নাইনটিনে মৃত সবাইকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্তে নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে।

শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে মুসলিমদের কবর দেয়ার অনুমতি দেয় দেশটির প্রশাসন। তবে জাতিসংঘের নিন্দা প্রস্তাবকে সামনে রেখেই এ সিদ্ধান্ত বদল বলে মনে করছেন অনেকে। শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply