মিয়ানমারে জান্তা আগ্রাসনে নিহত হলো ৭ বছরের শিশু

|

মিয়ানমারে জান্তা আগ্রাসনে নিহত হলো ৭ বছরের শিশু

মিয়ানমারে জান্তা আগ্রাসনের শিকার হলো মাত্র ৭ বছরের শিশু। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এ নিয়ে ২০ শিশুর মৃত্যু লিপিবদ্ধ করেছে পর্যবেক্ষক সংস্থাগুলো, যারমাঝে খিন মিও চিত সর্বকনিষ্ঠ।

মঙ্গলবার ম্যান্ডেলে শহরে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ঘরে-ঘরে তল্লাশির সময় বাবার কোলে বসে থাকা শিশুটির গায়ে গুলি লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত এনএলডি কর্মী এবং মানবাধিকার সংগঠনের সদস্য তার বাবাই ছিলেন সেনা টার্গেট। এ ঘটনায়, উদ্বেগ প্রকাশ করেছে গোটা আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষক সংস্থা- দি অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্সের তথ্য অনুসারে অভ্যুত্থান বিরোধী সহিংসতায় এখন পর্যন্ত ২৬১ জন প্রাণ হারিয়েছেন। ধরপাকড়ের শিকার হয়েছেন ৩ হাজারের বেশি; যাদের অনেকেই অজ্ঞাত স্থানে বন্দি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply