বিশ্বে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু

|

বিশ্বে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো, করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৭ লাখ ৫৫ হাজারের ওপর।

দৈনিক মৃত্য-সংক্রমণের শীর্ষে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ভাইরাসটির প্রকোপে দেশটিতে মারা গেছেন দু’হাজার ২৪৪ জন। সাড়ে ৯০ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

এদিকে দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪শ’র বেশি মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৭ হাজারের ওপর।

এদিন মেক্সিকোয় ৮ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন ভাইরাসের প্রকোপে। পোল্যান্ডে- ৫৭৫, ইতালি ও রাশিয়ায় ৪ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। বুধবারও, বিশ্বজুড়ে ৫ লাখ ৭২ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ১২ কোটি ৫৪ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply