অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভয়াবহ বন্যায় নিহত ২

|

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভয়াবহ বন্যায় নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভয়াবহ বন্যায় অন্তত ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে।

স্থানীয় প্রশাসন জানায়, সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হয় মরদেহগুলো। পুরোপুরি কাঁদামাটিতে আটকে যাওয়ায়, বের হতে পারেননি আরোহীরা।

এদিকে প্রাদেশিক প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক লিয়ান আরও ২০ হাজার মানুষকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধারের তাগিদ দিয়েছেন। তিনি জানান, সিডনিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলেও আগামী এক সপ্তাহ বাজে আবহাওয়া থাকবে। কোন- কোন এলাকা ৫০ থেকে শতবছরের মধ্যে এতোটা ভয়াবহ বন্যা দেখেনি বলেও জানান তিনি। বীমা কোম্পানিগুলোর হিসাব অনুসারে চলমান প্রাকৃতিক দুর্যোগে, ক্ষয়ক্ষতির শিকার ৭৬০ মিলিয়ন ডলারের সম্পদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply