রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

|

রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। বুধবারও রাজপ্রাসাদের বাইরে ধমর্ঘটে বসেন কয়েক হাজার মানুষ।

তাদের অনেকেই রাষ্ট্রদ্রোহ এবং রাজপরিবারের মানহানির মামলায় অভিযুক্ত। চলতি মাসেই তাদের বিরুদ্ধে আদালতে শুরু হবে শুনানি।

গেলো শনিবারের বিক্ষোভে আহত হন অনেকে। বহু আন্দোলনকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদেরমধ্যে ১৯ জনকে শুনানি পর্যন্ত রাখা হবে পুলিশি হেফাজতে। তিন শতাধিক মানুষের বিরুদ্ধে আনা হয়েছে গণতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ।

গেলো বছর থেকেই চলছে আন্দোলন। তিনটি মূল দাবি- প্রধানমন্ত্রীর অপসারণ, সংবিধাণের পুনর্লিখন এবং রাজতন্ত্রের সংস্কার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply