মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

|

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রে কালোতালিকাভুক্ত হয়েছে দেশটির সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত দু’টি প্রতিষ্ঠান।

মিয়ানমারে সহিংসতা ও দমন পীড়নের বিরুদ্ধে একে জরুরি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে মার্কিন প্রশাসন। মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস ও মিয়ানমার ইকোনমিক কো-অপারেশন লিমিটেড নামের প্রতিষ্ঠান দু’টির সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রে। কোনো মার্কিন ব্যক্তি বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না তাদের সাথে। এদের একটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যুক্তরাজ্যেও।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। অভিযোগ, দমন পীড়নের স্বার্থে সেনাবাহিনীকে অর্থায়ন করে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply