নড়াইলে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে; ফেরি চলাচল বন্ধ

|

নড়াইলের বারইপাড়া ফেরিতে একটি পাথর বোঝাই ট্রাক ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙ্গে নবগঙ্গা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর বারইপাড়া-কালিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে নড়াইল থেকে কালিয়াগামী একটি পাথর বোঝাই ট্রাক বারইপাড়া ঘাটে ফেরিতে ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙ্গে পানিতে পড়ে যায়। ঘটনার সময় ফেরিতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। প্রতিদিন এই ফেরি দিয়ে কয়েকশ’ ট্রাক, যাত্রীবাহী বাস ও হালকা যানবাহন চলাচল করে। ফলে এ ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছে।

কালিয়া থানার ওসি সেখ কণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পন্টুনের কোনো ক্ষতি হয়নি। তবে বেইলি ব্রিজটি ভীষণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ স্থানে নতুন একটি বেইলি ব্রিজ প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৩/৪ দিন সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ফেরি চালুর ব্যবস্থা করছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply