পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ

|

পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ

পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হবে ভোটাভুটি। ১ম ধাপে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৩০টি আসনে ভোটগ্রহণ হবে।

মাওবাদী অধ্যুষিত কেন্দ্রগুলোয় হবে এ দফার ভোট। সব কেন্দ্রেই কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সাথেই থাকছে রাজ্য পুলিশ এবং কুইক রেসপন্স টিম। নজরদারি চলবে ড্রোনেও।

এদিকে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই চলবে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ। প্রথম দফায় ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে ২১ জন নারী প্রার্থী, ১৭০ জন পুরুষ। ভোটারের সংখ্যা প্রায় ৭৪ লাখ। বিভিন্ন জরিপে এগিয়ে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। জয়ের বিষয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া রাজ্যে এবার ঠাঁই করে নিতে মরিয়া কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। অন্যদিকে, জোট গড়েছে বাম-কংগ্রেস এবং আইএসএফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply