বিক্ষোভের তোয়াক্কাই নেই জান্তা’র, সামরিক শক্তি প্রদর্শন

|

বিক্ষোভের তোয়াক্কাই নেই জান্তা'র, সামরিক শক্তি প্রদর্শন

মিয়ানমারে সশ্রস্ত্র বাহিনী দিবসে বড় ধরণের বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে আন্দোলনকারীরা। আজ নানা আয়োজনে দিবসটি পালন করছে দেশটির জান্তা সরকার।

শনিবার রাজধানী নেইপিদোয় প্যারেডে অংশ নেন সেনারা। প্যারেড পরিদর্শন করেন জান্তা প্রধান মিন অং লাইং। সামরিক শক্তিমত্তার বড় ধরণের প্রদর্শনী করে সেনারা। মিয়ানমারের সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয় দিনটিকে। জান্তাবাহিনী ক্ষমতায় থাকায় আগেই ধারণা করা হচ্ছিলো, সামরিক সক্ষমতার প্রমাণ দিতে চাইবে সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply