সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের ডিএনএ পরীক্ষার প্রস্তুতি শুরু

|

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

রাজশাহী কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের ডিএনএ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এর অংশ হিসেবে শনিবার সকালে নিহত ও তাদের স্বজনদের উভয়ের শরীরে নমুনা সংগ্রহ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হবে।
দুপুরের পর ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হলে বিকেলের দিকে মরদেহ হস্তান্তর করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে সকালে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

জেলা প্রশাসক জানিয়েছেন, মরদেহ দাফন এর জন্য রংপুর জেলা প্রশাসন আরো ১০ হাজার টাকা করে প্রত্যেককে প্রদান করবেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন, আহত হন আরো চারজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply