ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তে সংঘর্ষ, নিহত কমপক্ষে ৬

|

ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তে সেনাবাহিনীর সাথে ফার্ক গেরিলাদের সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ৬ বিদ্রোহী। শনিবার আটক করা হয় আরও ৩৯ জনকে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাদ্রিনো জানান, কোরিন্তো শহরে জোরালো গাড়ি বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিলো দলটি। শুক্রবারের ওই হামলায় আহত হন ৪৩ জন; যাদের ১১ জনই সরকারি কর্মকর্তা। বিপুল সংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। এরপরই ফার্ক গেরিলাদের বিরুদ্ধে চালানো হয় সাঁড়াশি অভিযান। হতাহতের পাশাপাশি উদ্ধার হয় বিপুল সংখ্যক গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র।

এদিকে, দু’পক্ষের গোলাগুলি থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছাড়েন ৪ হাজারের বেশি মানুষ। সরকারের সাথে শান্তিচুক্তির পরও দেশটিতে বিচ্ছিন্নভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে গেরিলা দল- ফার্ক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply