এগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

|

অস্থিরতা সৃষ্টি করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠক শেষে একথা বলেন তিনি। এসময়, গুজব ছড়িয়ে দেশে উত্তেজনা ও নাশকতার চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ হরতাল ডাকতেই পারে। তবে সরকারি স্থাপনা ও বাড়িঘরে হামলায় হরতালের উদ্দেশ্য বোঝা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িঘর জ্বালিয়ে দেয়া, পুলিশের ফাঁড়িতে হামলা, এতিম ছোট ছোট শিশুদের রাস্তায় এনে বসিয়ে দেয়াসহ দেশটা সুন্দরভাবে চলাকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। এসময় হেফাজতের সাথে জামাত শিবির বা অন্য কোন দল যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply