অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

|

অবশেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান। সিদ্ধান্ত মোতাবেক আসন্ন এপ্রিল মাসে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।

রোববার (২৮ মার্চ) তিনি এ ঘোষণা দিয়েছেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

আরমাভির অঞ্চলে সফরকালে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এপ্রিলেই পদত্যাগ করবো। তবে ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়। বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। পদত্যাগ করলেও আগামী ২০ জুন পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাবেন বলে এ সময় জানান তিনি।

এর আগে গত মাসে আর্মেনিয়ান সেনাবাহিনী নিকোল প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান। যদিও এ আহ্বানে তখন সাড়া দেননি দেশটির প্রধানমন্ত্রী। উল্টো শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান। বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে এই সংঘাত প্রায় দুই মাস ধরে চলে। এরপর রাশিয়ার মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply