চলতে শুরু করেছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভারগিভেন

|

অবশেষে সরানো সম্ভব হয়েছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভারগিভেন। এক সপ্তাহ চেষ্টার পর সোমবার চলতে শুরু করেছে কনটেইনারবাহী বিশাল জাহাজটি।

রোববার উদ্ধার তৎপরতায় যোগ দেয় আরও কয়েকটি টাগবোট। জোয়ারের সুবিধা নিয়ে জাহাজটি সরানোর চেষ্টা চালান বিশেষজ্ঞরা। তবে পানির উচ্চতা কম থাকায় বিশেষ সুবিধা করতে পারছিলেন না তারা। ক্রেনের মাধ্যমে জাহাজে থাকা ১৮ হাজার ৩শ’ কন্টেইনার সরিয়ে ফেলার প্রস্তুতি নেয় উদ্ধারকারীরা। তবে তার আগেই ড্রেজিংয়ের মাধ্যমে কয়েক হাজার টন বালু সরিয়ে নেয়ার ফলে সরানো সম্ভব হয় জাহাজটি।

গত ২৩ মার্চ তীব্র ধূলিঝড়ে নিয়ন্ত্রণ হারায় এভারগিভেন। আড়াআড়িভাবে ঘুরে গিয়ে খালের দুপাশে আটকে যায় এর দু’প্রান্ত। ১৩শ’ ১২ ফুট দীর্ঘ জাহাজটি পথ আটকে রাখায় খালের দু’দিকে প্রতিদিনই বাড়ছে নৌযান জট। রোববার পর্যন্ত প্রবেশের অপেক্ষায় ছিল ৩৬৯টি জাহাজ। যাতায়াত বন্ধ থাকায় ক্ষতি হয়েছে কোটি কোটি ডলারের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply