নড়াইলে মাদক মামলায় নারীর আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

|

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ফেনসিডিল মামলায় এক মাদক কারবারিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই সদর থানা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শেফালি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জাবুসাপাড়ার তক্কেল ফকিরের মেয়ে।

এদিকে, মাদকের অপর মামলায় কাওছার আক্তার জেরিনকে (২৪) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর দুই হাজার পিস ইয়াবাসহ নড়াইল সদর উপজেলা পাইকমারি গ্রাম থেকে জেরিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। জেরিন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পূর্বদোজারী গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply