টাঙ্গাইলে মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

|

টাঙ্গাইলে মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

টাঙ্গাইল প্রতিনিধি:

সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২৯ জনকে জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে করোনা সংক্রমণ রোধে টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে এবং ভুঞাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন রানু ও ইসরাত জাহান।

তারা বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে, ফলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহর এবং ভুঞাপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ২৯ জনকে 8 হাজার ৯০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এরপরও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply