ক্যাম্পে আগুন লাগানোর চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

|

ক্যাম্পে আগুন লাগানোর চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি:

ঘরে আগুন লাগানোর চেষ্টাকালে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ধৃত নারী হচ্ছে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের বি ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী রকিমা খাতুন (৫০)।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ক্যাম্প-২৪ (লেদা), এলাকা থেকে আগুন লাগানোর চেষ্টাকালে কেরোসিন ভর্তি জার্কিনসহ হাতেনাতে আটক করা হয়।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাতে লেদা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদার স্থানীয় বাসিন্দা এজাহার মিয়ার বাঁশের ঘরে আগুন লাগানোর উদ্দেশ্যে উক্ত নারী কেরোসিন তেল ঢালার সময় এজাহার মিয়ার ছেলে তাকে দেখতে পেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষনিক এজাহার মিয়ার ছেলে ও পার্শ্ববর্তী রোহিঙ্গারা তাকে আটক করে এবং কেরোসিন তেলের জার্কিনসহ টহলরত এপিবিএন পুলিশের নিকট তুলে দেয়।

ধৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এছাড়া ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন এপিবিএন অধিনায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply