‘মহামারি অচল করে দিতে পারে ভারতের স্বাস্থ্য কাঠামো’

|

‘মহামারি অচল করে দিতে পারে ভারতের স্বাস্থ্য কাঠামো’

নাগালের বাইরে চলে যাচ্ছে করোনাভাইরাসের সর্বগ্রাসী বিস্তার। অচিরেই মহামারি অচল করে দিতে পারে স্বাস্থ্য কাঠামো। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ জানায় এ আশঙ্কা।

সব রাজ্যের স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ক জরুরি চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। মৃত্যুহার কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে তাতে। একইসাথে সংক্রমণ ঠেকাতে যা-যা উদ্যোগ নেয়া সম্ভব, সেগুলো মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

ভারতে বর্তমানে সক্রিয় সংক্রমিত ব্যক্তি- সাড়ে ৫ লাখের ওপর। গেলো ২৪ ঘণ্টায়ও দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩৫৪ জন, যা তিনমাসের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। একদিনে আরও ৫৩ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। মোট সংক্রমিত এক কোটি ২১ লাখের ওপর।

ট্রান্সফরমিং ইন্ডিয়া কমিশনের স্বাস্থ্য বিষয়ক সদস্য বিনোদ কুমার পাল বলেন, গেলো দু’সপ্তাহ ধরেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েকটি রাজ্যের অবস্থা উদ্বেগজনক। কিন্তু বাকিদের আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। কারণ সংক্রমণ এমন বিস্তারলাভ করলে সেটি গোটা স্বাস্থ্য কাঠামোর ওপরই চাপ ফেলবে। বাড়বে মৃত্যুহারও। তাই হাত গুটিয়ে বসে না থেকে মহামারি ঠেকাতে লড়তে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply