প্রথম চালানে মোংলা বন্দরে মেট্রোরেলের ৬ কোচ পৌঁছেছে

|

প্রথম চালানে মোংলা বন্দরে মেট্রোরেলের ৬ কোচ পৌঁছেছে

মেট্রোরেলের যুগে প্রবেশের অংশ হিসেবে রেল বগির প্রথম চালান এসেছে মোংলা বন্দরে।

বন্দর কতৃপক্ষের হার্বার মাষ্টার জানান, ৬টি রেলওয়ে কোচ এসেছে প্রথম চালানে। জাপানের কোবে বন্দর থেকে কোচগুলো নিয়ে ছেড়ে আসা থাইল্যান্ডের পতাকাবাহী এমভি এসপিএম ব্যাংকক জাহাজটি, বিকাল ৪টার দিকে বন্দরে ভেড়ে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মেট্রোরেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। তাই চলতি বছরের ডিসেম্বরে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু করবে।

বিকালে বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে আমদানিকৃত রেলওয়ে কার। ২০২১-২০২২ সালের মধ্যে আরো ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply