কেরানীহাটে ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

|

কেরানীহাটে ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এবং কেরানীহাটে ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর সাতকানিয়ার কেরানীহাটে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ এবং প্রগতিশীল ব্যবসায়ী সমিতি আয়োজিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, কেরানীহাটে ফ্লাইওভার হলে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাই ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তারা।

পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবানও জানান সাতকানিয়ার ব্যবসায়ীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply