যুদ্ধবিমান ভূপাতিতের জেরে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল

|

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার জেরে দামেস্কে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। আজ শনিবার সকালে ইরানের একটি ড্রোনকে ধাওয়া করার সময় সিরিয়ান সেনাবাহিনী ইসরায়েলি বিমানটিকে ভূপাতিত করে।

এর কয়েক ঘণ্টার মধ্যে দামেস্কের কাছাকাছি অন্তত ১২ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে চারটি লক্ষ্যবস্তু ‘ইরানের নিয়ন্ত্রণাধীন’ বলে দাবি করেছে তেলআবিব।

ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি বিধ্বস্ত বিমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় রাস্তার পাশে বিশাল আগুনের কুণ্ডলি জ্বলছে। সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করছেন অনেকে। রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানের দুই পাইলট প্যারাসুটে উড়ে যেতে সক্ষম হয়েছেন।

এর আগে আজিই ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের একটি ড্রোন সিরিয়া সীমান্তে বিধ্বস্ত করেছে। ড্রোনটিকে অনুসরণ করে উত্তর সিরিয়ার একটি এলাকায় বিমান হামলাও চালায় ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানটি ভূপাতিত করে সিরিয়ান সেনাবাহিনী।

ইসরায়েলের ভূপাতিত যুদ্ধবিমানের এই ছবি প্রকাশ করেছে প্রেসটিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply