৬১ জন আইনজীবী-বিচারপতি খুন হয়েছে দুতের্তের আমলে

|

৬১ জন আইনজীবী-বিচারপতি খুন হয়েছে দুতের্তের আমলে

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের আমলে কমপক্ষে ৬১ আইনজীবী-কৌসুলি ও বিচারপতিকে হত্যা করা হয়েছে ফিলিপাইনে। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে ফ্রি লিগ্যাল অ্যাসিসটেন্স গ্রুপ- ফ্ল্যাগ।

বিবৃতিতে বলা হয়, সংখ্যাটি গেলো ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। অতীত ছয় প্রেসিডেন্টের আমলেও বিচার বিভাগ এতোটা হামলার শিকার হয়নি- এমনটা জানায় পর্যবেক্ষক সংস্থাটি।

তদন্ত প্রতিবেদনে প্রাণে বেঁচে ফেরা বেশ কয়েকজন আইনজীবীর বক্তব্য এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। যাতে স্পষ্ট, দুতের্তে সরকারের গোপন অভিযান, নির্বিচার হত্যাকাণ্ড উন্মোচন এবং বামপন্থি রাজনীতিকে সমর্থণকারীদের ওপরই এসেছে হামলা। বহু আইনজীবী কৃষক ও ভূমি অধিকারের জন্য লড়াই করে ভোগ করেছেন কারাদণ্ড।

২০১৬ সালে রদ্রিগো ফিলিপাইনের ক্ষমতা গ্রহণের পর শুধু মাদক অভিযানের নামেই ৭ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply