করোনা টেস্ট করাতে মানুষের ভিড় ও ভোগান্তি

|

করোনা টেস্ট করাতে মানুষের ভিড় ও ভোগান্তি

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। করোনা রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর।

শনিবার সকাল থেকে করোনা পরীক্ষার বুথের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। করোনার চাপ বাড়লেও সে হারে পরীক্ষার পরিমাণ বাড়ছে না বলে অভিযোগ নমুনা দিতে আসা মানুষের। তাদের অনেকে অভিযোগ করেন টানা কয়েকদিন এসেও করোনা পরীক্ষা করাতে পারছেন।

এদিকে বিএসএমএমইউ-তে রিপোর্ট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন পরীক্ষা করতে আসা রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালে রোগীর চাপ থাকায় রিপোর্ট দিতে ব্যঘাত ঘটছে। তবে খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবেন বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply