লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল

|

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৫ এপ্রিল হতে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে ৭ দিন যাত্রীবাহী সকল ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলমন্ত্রী জানিয়েছেন, জরুরি প্রয়োজনে খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। আর লকডাউনে সাধারণত গণপরিবহন বন্ধ থাকে।

তিনি জানান, এ বিষয়ে জনপ্রশাসন থেকে বিস্তারিত প্রজ্ঞাপন জারি হবে।

যেসব যাত্রী অগ্রিম টিকিট কিনেছেন তাদের টাকা ফেরত দেয়া হবে বলেও জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply