নেদারল্যান্ডেও ৬০ এর কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত

|

আসছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা

এবার নেদারল্যান্ডেও ৬০ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ সাময়িক স্থগিত করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এ ঘোষণা।

টিকা গ্রহণকারী এক নারীর মৃত্যুর পর সতর্কতা হিসেবে নেয়া হয় এ পদক্ষেপ। বাতিল করা হয় টিকা গ্রহণের অপেক্ষায় থাকা প্রায় ১০ হাজার অ্যাপয়েন্টমেন্ট।

কর্তৃপক্ষ জানায়, ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা লারেব ও স্বাস্থ্য বিভাগের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। লারেবের তথ্য, টিকা গ্রহণের পর ৫ জনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার নজির পেয়েছে তারা।

ডাচ কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এর আগে ৬০ বছরের কম বয়সীদের ওপর প্রতিষ্ঠানটির টিকা প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেয় জার্মানি। একই ধরনের সিদ্ধান্ত নেয় কানাডাও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply