বাংলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন সময়ের অপেক্ষা: মোদি

|

বাংলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হুগলির জনসভায় তিনি বলেন, গেলো ১০ বছরে যা হওয়ার হয়ে গেছে। এখন উন্নয়নের সুযোগ আসছে বিজেপির হাতে। এদিন ভোট হওয়া আসনগুলোতে কৃষকদের তালিকা তৈরি করার নির্দেশও দেন মোদি।

এদিকে, বিজেপিকে মিথ্যেবাদী ও ছদ্মবেশী ধার্মিক বলে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার হুগলির তারকেশ্বরে জনসভায় অভিযোগ করেন, বাংলাকে বিভক্ত করতে চাইছে বিজেপি। বিরোধী দলের কর্মীদের বহিরাগত বলেও আখ্যা দেন মমতা।

এদিন ভোটারদের রেশন কার্ড, কর্মসংস্থান বৃদ্ধিসহ নানা প্রতিশ্রুতিও দেন মমতা। আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের তৃতীয় ধাপের ভোট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply