বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়া ও তিমুরে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি

|

প্রবল বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া ও তিমুরে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার দু’দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী অন্তত ৭টি গ্রাম প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত। ইন্দোনেশিয়ার অংশে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন।
ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ২৭ গ্রামবাসী এখনো নিখোঁজ রয়েছে। আরও ৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রবল পানির তোড়ের মাঝেও চলছে উদ্ধার তৎপরতা।

এদিকে, তিমুরের অংশে বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১১ জনের মতো। বেসরকারি হিসাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা না গেলেও আরও কিছুদিন এ পরিস্থিতি স্থায়ী হবে এমনটা আশঙ্কা কর্তৃপক্ষের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply