নাইজেরিয়ার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। বিধ্বস্ত আলফা-জেট বিমানের একটি ভিডিওফুটেজ প্রকাশ করেছে তারা।
বুধবার বোর্নো রাজ্যে অভিযানের সময় ওই যুদ্ধবিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছিলো কর্তৃপক্ষ। দাবি করা হচ্ছিলো, দুই ক্রু নিয়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে। তবে বোকো হারামের দাবি, গুলি করে যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে তারা।
ভিডিওতে দেখা যায়, মাঝ আকাশে হঠাৎ বিস্ফোরিত হয় যুদ্ধবিমানটি। এর ধ্বংসাবশেষ ও পাইলটের মৃতদেহের ফুটেজও প্রকাশ করেছে জঙ্গিরা। সবশেষ ২০১৪ সালে নাইজেরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিলো বোকো হারাম।
ইউএইচ/
Leave a reply