দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

|

দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে গেলেন রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

দু’দিনের সফরের মূল উদ্দেশ্যে হলো- প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা। রাশিয়ার ১৩ জনের প্রতিনিধি দলের অন্যতম- মস্কোতে নিযুক্ত আফগান মুখপাত্র জমির কাবুলোভ। তার প্রচেষ্টায় গেলো মাসে একদিনের জন্য মস্কোতে আলোচনায় বসেন আফগান সরকারের মুখপাত্র এবং তালেবান প্রতিনিধি দল। মে মাসে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা যুক্তরাষ্ট্রের।

এর আগে শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়া শক্ত অবস্থান নিতে চায়। ইসলামাবাদের দাবি, ল্যাভরভের সফর পাকিস্তান-রাশিয়া সম্পর্ক উন্নয়নের প্রমাণ। সফরে প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধানের সাথে সাক্ষাত করবেন ল্যাভরভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply